২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হার ১২ টাকা বৃদ্ধির ফলে বছরজুড়ে স্থানীয় মুদ্রা টাকার মূল্য কমেছে ১২ দশমিক ৭২ শতাংশ

Date:

Share post:

সময় ডেস্ক 

েশ ব্যাংক ২০২৪ সালে যুক্তাষ্ট্রের ডলারের বিনিময় হার ১২ টাকা বৃদ্ধির ফলে বছরজুড়ে স্থানীয় মুদ্রা টাকার মূল্য কমেছে ১২ দশমিক ৭২ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে প্রতি ১ ডলারের বিনিময় হার ছিল ১১০ টাকা, যা ই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে ১২২ টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ডলারের মূল্য ১২ টাকা বেড়েছে এবং টাকার মূল্যমান ১২ দশমিক ৭২ শতাংশ কমেছে।

বাংলাদেশ টানা ৩ বছর ধরে ডলার সংকটে ভুগছে। এর ফলে দেশে ডলারের দাম বেড়েছে এবং টাকার মান আরও কমেছে।

এদিকে ব্যাংকগুলোও ক্রয়-বিক্রয়, দুই ক্ষেত্রেই ডলারের দাম ২ টাকা বাড়িয়েছে। পরে টাকার মান আরও ২ টাকা কমে যায়। ব্যাংকগুলো এখন থেকে আমদানি ব্যয় ও ঋণ পরিশোধসহ অন্য খাতে সর্চ্চ ১২২ টাকা দরে গ্রাহকদের কাছে ডলার বিক্রি করবে।

চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক ি আশরাফ আহমেদ বলেন, ব্যাংকগুলোর ডলারের দাম বাড়ানোর ক্ষেপের ফলে আমদানি ব্যয় বাড়বে। এতে আমদানি করা পণ্যের দামও বাড়বে, কারণ তাদের আমদানি ব্যয় াতে আরও বেশি অর্থের প্রয়োজন হবে।

মুদ্রাস্ফীতির তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো ড. তৌফিকুল খান বলেন, ২ টাকার অবমূল্যায়ন মানে জিনিসপত্রের দাম অনিবার্যভাবে বাড়বে। এরসঙ্গে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির ওপর আরও চাপ পড়বে বলে তিনি উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন। তবে তিনি স্বীকার করেন...

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ড.মুহাম্মদ ইউনূস

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক বৈঠকে...

৪৭তম প্রেসিডেন্টের শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক সময় ডেস্ক  যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দেশটির ৪৭তম প্রেসিডেন্টের শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মার্কিন ইতিহাসের ২৮৪ বছরের রেকর্ড...

মিয়ানমার থেকে আমদানিকৃত সরকারি চালের খালাস কার্যক্রম পরিদর্শনে আগামীকাল চট্টগ্রাম আসছেন খাদ্য উপদেষ্টা

স্থানীয় প্রতিনিধি মিয়ানমার থেকে আমদানিকৃত সরকারি চালের খালাস কার্যক্রম পরিদর্শনে আগামীকাল চট্টগ্রাম আসছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে...