স্থানীয় প্রতিনিধি
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমুল ৫নং সমাজ লৌহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মীর আরমান হোসেন সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও সমাজ লটকাঁতলী জামে মসজিদের সভাপতি ছিলেন। তিনি সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমুল এলাকার মৃত মোতাহের হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে চা পান করছিলেন মীর আরমান হোসেন রানা। এ সময় তার মোবাইলে একটি কল এলে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি বাঁচাও বাঁচাও বলতে থাকেন। পরে স্থানীয়রা দেখেন তাঁকে কয়েকজন দুর্বৃত্ত শরীরের বিভিন্ন অংশে গুরুতর চুরিকাঘাত করে পালিয়ে যাচ্ছে। এসময় তারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ছিন্নমূল এলাকার বাসিন্দা ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. নয়ন বলেন, কারা খুন করছে, তা এখনো জানি না। কিন্তু তার মোবাইলে যে কল দিয়েছে, তাকে চিহ্নিত করলে সব তথ্য বেরিয়ে আসবে।
ফৌজদারহাট পুলিশ ইনচার্জ সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আরমান হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান শ্রমিক দলের নেতা আরমানকে কুপিয়ে হত্যার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এখনো সীতাকুণ্ড থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে।
এদিকে বিএনপির চেয়ারর্পারসনের উপদেষ্টা আসলাম চৌধূরী সীতাকুণ্ড শ্রমিকদল নেতা আরমান হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ হত্যাকারীদের বিচারের দাবি জানান।