লোহাগাড়ায় সম্পত্তি বিরোধের জেরে মা-মেয়েসহ একই পরিবারের ৪ জনকে মারধর ও লুটপাট

Date:

Share post:

স্থানীয় প্রতিনিধি

চট্টগ্রাের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের দক্ষিণ মালপুকুর মতির বাপের ড়ায় সম্পত্তি নিয়ে ও পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের চার সদস্যকে মারধর, শ্লীলতাহানি, লুটপাট এবং ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

গত ২৪ ডিসেম্বর এ ঘটনায় োগী জেসমিন আক্তার বাদী হয়ে ৭ ের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭,৮ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার নং ২৭ (২৫/১২/২৪)।

অভিযুক্তরা হলেন মফজুল মিয়ার ছেলে মো. আরিফ (৪০), মো. আকাশ (২৬), মৃত কালা মিয়ার ছেলে মঞ্জুর আলম (৬০), মো. শহিদ (৪৫), মৃত আফজল মিয়ার ছেলে রিদুওয়ান (২১), মো. আনোয়ার হোসেন (৩০), মঞ্জুর আলমের ছেলে মো. ফারুক (২৮) এবং অজ্ঞাত আরও ৭-৮ জন।

সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর দুপুরে সম্পত্তি নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা ীয় অস্ত্রশস্ত্রসহ ভুক্তভোগী পরিবারের ওপর হামলা চালায়। তারা মে জেসমিন আক্তারকে (৩২) হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা আনোয়ারা বেগম (৪৫) এবং স্বামী মো. জাহাঙ্গীর আলমকেও (৪৫) পিটিয়ে গুরুতর আহত করে।

এ সময় তারা জেসমিনের গলায় থাকা ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং ঘরবাড়ি ভাংচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করে। এছাড়া জাহাঙ্গীর আলমের পকেট থেকে ১৫ হাজার ৩২০ টাকা ছিনিয়ে নেয়।

জেসমিনের ছেলে মো. জোবায়ের (১৭) তার মা, বাবা ও নানিকে উদ্ধার করতে গেলে তাকেও লোহার পাট্টা দিয়ে আঘাত করা হয়।

হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালানোর আগে ভুক্তভোগী পরিবারকে আইনি া নিলে প্রাণনাশের হুমকি দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সীমান্ত পোদ্দার জানান, “অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে। ভুক্তভোগী পরিবার চাইলে হুমকির বিষয়ে আলাদা সাধারণ ডায়েরি করতে পারে।”

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ফেনীতে এসআই ক্লোজড

ফেনীর পরশুরামে অভিযোগকারীর কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরশুরাম মডেল থানার...

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি এক অভিযানে চাঁদাবাজি করার সময় তাকে হাতেনাতে...

‘মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি’ হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী

ভবিষ্যতে “জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে”...

কমান্ড পোস্টে ইউক্রেনের হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই)...