লোহাগাড়ায় সম্পত্তি বিরোধের জেরে মা-মেয়েসহ একই পরিবারের ৪ জনকে মারধর ও লুটপাট

Date:

Share post:

স্ানীয় প্রতিনিধি

চট্টামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের দক্ষিণ মালপুকুর মতির বাপের পাড়ায় সম্পত্তি নিয়ে ও পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের চার সদস্কে মারধর, শ্লীলতাহানি, লুটপাট এবং ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

গত ২৪ ডিসেম্বর এ ঘটনায় ভুক্তগী জেসমিন আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭,৮ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার নং ২৭ (২৫/১২/২৪)।

অভিযুক্তরা হলেন মৃত মফজুল মিয়ার মো. আরিফ (৪০), মো. আকাশ (২৬), মৃত কালা মিয়ার ছেলে মঞ্জুর আলম (৬০), মো. শহিদ (৪৫), মৃত জল মিয়ার ছেলে রিদুওয়ান (২১), মো. আনোয়ার হোসেন (৩০), মঞ্জুর আলমের ছেলে মো. ফারুক (২৮) এবং অজ্ঞাত আরও ৭-৮ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর দুপুরে সম্পত্তি নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ ভুক্তভোগী পরিবারের ওপর হামলা চালায়। তারা প্রথমে জেসমিন আক্তারকে (৩২) হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা আনোয়ারা বেগম (৪৫) এবং স্বামী মো. জাহাঙ্গীর আলমকেও (৪৫) পিটিয়ে গুরুতর আহত করে।

এ সময় তারা জেসমিনের গলায় থাকা ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং ঘরবাড়ি ভাংচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করে। এছাড়া জাহাঙ্গীর আলমের পকেট থেকে ১৫ হাজার ৩২০ টাকা ছিনিয়ে নেয়।

জেসমিনের ছেলে মো. জোবায়ের (১৭) তার মা, বাবা ও নানিকে উদ্ধার করতে গেলে তাকেও লোহার পাট্টা দিয়ে আঘাত করা হয়।

হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালানোর আগে ভুক্তভোগী পরিবারকে আইনি ব্যবস্থা নিলে নাশের হুমকি দেয়।

মামলার তদন্তকারী এসআই সীমান্ত পোদ্দার জানান, “অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে। ভুক্তভোগী পরিবার চাইলে হুমকির বিষয়ে আলাদা সাধারণ ডায়েরি করতে পারে।”

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পুলিশের মধ্যে যারা অপরাধী, তাদের বিচার অবশ্যই করা হবে: প্রধান উপদেষ্টা

পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ...

লিভ-ইনের পর বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

আন্তর্জাতিক সময় ডেস্ক  প্রায় ৫ বছরের বেশি সময় একসঙ্গে থাকলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেনি এই জুটি। কবে বিয়ে করছেন...

গুলশানে একটি আবাসিক হোটেলে চাঁদা দাবির অভিযোগে সাত জনকে গ্রেফতার

রাজধানীর গুলশানে একটি আবাসিক হোটেলে চাঁদা দাবির অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে...

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে কাল থেকে স্থানীয় সরকারের দাপ্তরিক কার্যক্রম চলবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের (নগর ভবন) শূন্য কক্ষগুলোতে রবিবার থেকে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়...