কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

Date:

Share post:

সময় ডেস্ক 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্কাণ্ডের ঘনা ঘটেছে। এতে সহ দু নিহত হয়েছে।

মঙ্গবার (২৪ ডি্বর) দুপুর সাড়ে ১২টার দি কুতুপালং এলাকার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ২ ঘণ্টার চেষ্টায় আন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

স্থানীয় বাসিন্দা শামশুল ইসলাম ফয়সাল বলেন, দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়। তাকে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানূর রহন জানান, অগ্নিকাণ্ডে ৫৪৯টি শেল্টার সম্পুর্ণ পুড়ে গেছে। আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য ৬টি শেল্টার ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২৬৩টি শেল্টার।

তার দেওয়া তথ্যমতে, বিভিন্ন সেবাদানকারী সংস্থার ১৯৭টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর নিহতদের মধ্যে একজন শিশু ও একজন বৃদ্ধ রয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ১৬ জন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট পরিবারের সংখ্যা ৮৮৫।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, একটি বসতঘরে আকস্মিক আগুন লেগে যায়। সেই আগুন ক্যাম্পের আশপাশের বসতঘরসহ অন্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্প প্রশাসন ও স্থানীয়রাসহ উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তী সময়ে সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ওসি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

জামায়াত ইসলামী সবসময় দুস্থ ও অসহায়দের পাশে থাকে ‘শাহজাহান চৌধুরী,

স্থানীয় প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, দুস্থ ও...

র‌্যাব-৭, চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে ১১৪ বোতল বিদেশি মদ এবং ১৬ কেজি গাজাঁ উদ্ধারসহ তিনজন মাদক বিক্রেতা গ্রেফতার

ডেস্ক নিউজ  র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে...

জমকালো আয়োজনে শেষ হলো চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট

স্থানীয় প্রতিনিধি জমকালো আয়োজনে শেষ হলো চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট। শনিবার (২১ ডিসেম্বর) চান্দগাঁও আবাসিকের ফরচুন স্পোর্টস এরিনাতে অনুষ্ঠিত হয়...

আইনজীবী আলিফ হত্যায় নিয়োজিত তদন্ত কমিটির সব সদস্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক  চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে জেলা বারের তদন্ত কমিটির সবাই পদত্যাগ করেছেন। গত বুধবার...