ফেসবুকে স্ট্যাটাস দেওয়াই কাল হলো নিহত তাহসিনের

Date:

Share post:

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শমসের পাড়াস্থ বাইন্নার পোল এলাকায় সন্ত্রাসীরা গুলি করে এক যুবককে হত্যা করেছে৷ নিহত যুবকের নাম আফতাব উদ্দিন তাহসিন (২৭)। হত্যাকাণ্ডের মাত্র তিন ঘন্টা আগে নিহত তাহসিন তার ফেসবুকে সেইসকল সন্ত্রাসীদের রুদ্ধে একটি নিউজ শেয়ার করে ক্যাপশ লিেছিল- প্রশাসন চুপ কেন?
গতকাল সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন শমসের পাড়া মেডিকেল কলেজের অদূরে বাইন্নার পোল দক্ষিণ বাড়ীর সামনে কয়েকজন ্বৃত্ত তাহসিনকে গুলি করে। আহত অবস্থায় ভিকটিমকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আফতাব উদ্দিন তাহসীন (২৭) ৪ নং ওয়ার্ডের দিলা মিস্ত্রি বাড়ীর মোঃ মুসার ছেলে।

নিহতের পরিবারের , স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী ইতিপূর্বে তাহসিনসহ অন্যান্যদের কাছে চাঁদা দাবি করে ফাঁকা গুলি ছুড়েছিল৷ এ বিষয়ে চান্দগাঁও থানায় আজিজ নামের এক ব্যক্তি একটি সাধারণ ডায়েরিও করেছিল৷ আজ সেই সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে তাহসিনকে গুলি করে হত্যা করেছে। তাহসিন ইট-বালি সরবরাহের কাজ করতো৷

স্থানীয় একাধিক জানিয়েছে, চান্দগাঁও থানাধীন শমসের পাড়া মেডিকেল কলেজের অদূরে বাইন্নার পোল দক্ষিণ বাড়ীর সামনে একটি নির্মানাধীন ভবনে মাল নামাচ্ছিল৷ সেই সময় একটি গাড়ীতে চড়ে চারজন অস্ত্রধারী সন্ত্রাসী এসে প্রকাশ্যে তাহসিনকে খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি করে স্থান ত্যাগ করে৷

তাহসিনের বন্ধু ও স্বজনরা এই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ বুড়ির নাতি সাজ্জাদকে দায়ী করছেন৷ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত নিহতের একাধিক বন্ধু বলেন, তাহসিন ইট বালি সাপ্লাইয়ের ব্যবসা করতো৷ সাজ্জাদ ইতিপূর্বে তাহসিনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল৷ সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাহসিনকে মেরে ফেলার হুমকি দেয়া হয়৷ আজ হত্যাকাণ্ডের তিন ঘন্টা আগেও তাহসিন তার ফেসবুকে এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে করা একটি জাতীয় দৈনিকের নিউজ শেয়ার করে লিখেছিল- “প্রশাসন চুপ কেন? ডাবল মার্ডার হওয়ার ২ মাস হয়ে গেছে এখনও একজন সন্ত্রাসীও গ্রেফতার হয় নাই”।

উল্লেখ্য, গত ২৯ চট্টগ্রামের বায়েজিদের কুয়াইশ এলাকায় একই সন্ত্রাসী বাহিনীর গুলিতে দুজন নিহত হয়েছিলেন। নিহতরা হলেন- মাসুদ কয়সার ও মোহাম্মদ আনিস। আনিস কুয়াইশ এলাকার মৃত ইসহাকের ছেলে। মাসুদ হাটহাজারী শিকারপুর ইউনিয়নের মোহাম্মদ রফিকের ছেলে।

এই দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা দুটি মামলায় আসামী করা হয় সাজ্জাদ হোসেন প্রকাশ বুড়ির নাতি সাজ্জাদ সহ তার চার সহযোগীকে৷ সেই দুই হত্যাকাণ্ডের পরও সন্ত্রাসীরা বায়েজিদ, চান্দগাঁও থানা এলাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিতো মর্মে গ উঠলেও আইনশৃংখলা বাহিনী এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে পারেনি৷ ইতিপূর্বে নির্মানাধীন ভবনে অত্যাধুনিক অস্ত্র হাতে সন্ত্রাসীদের মহড়ার ভিডিওসহ সচিত্র খবর দেশের িন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

কবরস্থান কমিটি নিয়ে দ্বন্দ্ব, সভাপতি পদের প্রার্থী দুজনেই বিএনপির সমর্থক

ডেস্ক নিউজ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন সচরাচর দেখা যায়। বিভিন্ন সংগঠনে নেতৃত্ব নির্বাচনের সঙ্গেও সবাই পরিচিত। কিন্তু এবার পাবনার...

কয়েক মাসে দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া এক থেকে দেড়...

অনলাইনে জাল টাকার অর্ডার, ডেলিভারি দিতে গিয়ে গ্রেফতার ৬

রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ সংঘবদ্ধ একটি চক্রের ছয়...

সিলেট থেকে মদিনায় হজের প্রথম ফ্লাইট

সিলেট থেকে মদিনার উদ্দেশে গেল হজের প্রথম ফ্লাইট। বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি...