আমি একা শুধু একা
যেথা আছে অরন্যে ঢাকা,
গাছ পালা তরু লতা বলবে কথা
কখনো ওরা হৃদয় ভেঙে দিবেনা ব্যথা।
যাবে না আমায় ছেড়ে সুখ বাসরে
এক সাথে বসবেনা কোন আসরে,
আমার কথা ভুলবেনা এক পল
করবেনা কখনো ওরা ছল।
মানবকুল বড়োই পারদর্শি নিজো স্বর্থে
পানে চুনে টানে করে দেয় পর হস্তে,
ভালবাসি আমি প্রকৃতির রূপ
অবুঝ ওরা করেনা বিরূপ।
ওরা তো আমার প্রিয় সথী
আঁধার ঘরে জ্বেলে দেয় বাতি,
ওরা সবাই করে মোর আরাধনা
নিয়মিত করে কর্ম ধর্মে প্রার্থনা।