শুভেচ্ছা বার্তায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,একমাস ছিয়াম সাধনা শেষে বড় এ উৎসবে ধনী-গরিব নির্বিশেষে ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেবার আহ্বান জানান। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, পবিত্র ঈদুল ফিতরের মূল চেতনা হলো সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। সরকারের জনবান্ধব নীতি ও কার্যকর উদ্যোগের ফলে এ বছরে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সহনীয় পর্যায়ে ছিল। ফলে সাধারণ মানুষ নির্বিঘ্নে সিয়াম সাধনা ও ঈদের কেনাকাটা করতে পেরেছে। ঈদের আনন্দেও অংশ নিতে পারছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গণপূর্ত মন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে ঢাকার গুলশানে হলি আর্টিজন বেকারিতে মর্মান্তিক জঙ্গি হামলা গোটা জাতিকে ব্যথিত করেছে। এ হামলায় বিদেশি নাগরিকসহ যেসব সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন মন্ত্রী তাদের বিদেহী আত্মার শান্তি ও কল্যাণ কামনা এবং পরিবারের শোকসন্তুপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ঘটনা থেকে আমাদের সচেতন হতে হবে যাতে ইসলামের অপব্যাখ্যা দিয়ে আমাদের সম্ভাবনাময় তরুণদের কেউ বিপথগামী করতে না পারে। শান্তি ও কল্যাণের ধর্ম ইসলাম। পবিত্র রমজান মাসে তারাবি নামাজের সময়ে যারা ধর্ম পালনের পরিবর্তে মানুষ হত্যা করে তারা ইসলামের প্রকৃত শত্রু। এদের প্রতিরোধ করতে মন্ত্রী সবার প্রতি আহ্বান জানান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার স. ম. গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিরসরাই সহ চট্টগ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
Date:
Share post: