বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, দোহা ফোরামে ‘নিয়ারশোরিং অ্যান্ড ফ্রেন্ডশোরিং– চেঞ্জিং প্রায়োরিটিজ ইন গ্লোবাল ট্রেড’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল অধিবেশনে যোগ দিয়েছেন। রবিবার (১০ ডিসেম্বর) কাতারের দোহায় শুরু হয় এ প্যানেল আলোচনা।
বৈশ্বিক বাণিজ্যের ক্রমবর্ধমান প্রবণতা, বাণিজ্য ব্যবস্থার প্রভাব এবং সরবরাহ শৃঙ্খলের রুটগুলো আবার নির্ধারণের পাশাপাশি, লাভের বিষয়ে আলোচনা করেন ড. মোমেন। তিনি কোভিড-১৯ মহামারীর সময় এবং তার আগে টিকা দানের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরেন।
এর আগে, ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আব্দুল মোমেন। অনুষ্ঠান উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
দু’দিনব্যাপী এই ফোরামে, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের পাশাপাশি, নীতি নির্ধারক, বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি’র আমন্ত্রণে দোহা ফোরামে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
এ বছর অনুষ্ঠিত হচ্ছে ২১তম দোহা ফোরাম। এর প্রতিপাদ্য হলো; বিল্ডিং শেয়ার্ড ফিউচার। প্রতি বছর এই ফোরাম অনুষ্ঠিত হয়। এতে, বৈশ্বিক নীতি নির্ধারক, সরকারি নেতা, বেসরকারি খাতের প্রতিনিধি, সুশীল সমাজ ও বেসরকারি সংস্থাগুলো একত্রিত হয়। তারা ইস্যুভিত্তিক সংলাপ ও কূটনীতির মাধ্যমে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার নানা দিক নিয়ে আলোচনা করে।
অনুষ্ঠানে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রীদের সম্মানে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন ড. মোমেন। এছাড়া, নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।