বাংলাদেশের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন, “ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে।”
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে, মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি এ কথা জানান।
হাছান মাহমুদ বলেন, “তফসিল ঘোষণার আগে এবং নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার সময় আশঙ্কার কথা ব্যক্ত করেছিলেন অনেকে। এখন দেখা যাচ্ছে যে, অনেক দেশ থেকে বিদেশি পর্যবেক্ষকরা আসার আগ্রহ জানিয়েছেন।”
তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নসহ দেশি-বিদেশি সংস্থার পাশাপাশি ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগ পর্যবেক্ষক পাঠাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।”
বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেন, “নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের আগ্রহ প্রমাণ করে দেশে একটি স্বচ্ছ, সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে এবং তাদের আগমন ভালো নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক।”
হাছান মাহমুদ বলেন, “যারা পর্যবেক্ষক পাঠানো নিয়ে দোলাচলে ছিলো, তারাও এখন নির্বাচন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ, সুন্দর, ভালো নির্বাচন করার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক।”
নির্বাচনে গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন হাছান মাহমুদ। তিনি বলেন, “সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে নির্বাচনী খবরাখবর প্রচার করলে, ভোটে মানুষের অংশগ্রহণ বাড়বে।”