সময় ডেস্ক
মানবাধিকার লঙ্ঘনকারীরাই এখন মানবাধিকারের বিষয়ে সোচ্চার।বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, গতানুগতিক অবরোধ-হরতাল বিএনপির ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি।
দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, মানবাধিকারের কথা বলতে হলে তাকাতে হবে ফিলিস্তিনের দিকে। বাংলাদেশের ইতিহাসে ১৫ আগস্টের নৃশংসতার চেয়ে জঘন্য মানবাধিকার লঙ্ঘন আর হয়নি বলেও মন্তব্য তার। বলেন, মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ভেঙেছে বিএনপি।
ওবায়দুল কাদের জানান, ২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত ও পরে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ। বলেন, বিএনপির আন্দোলনে পাত্তা দিচ্ছে না তার দল।
শরিকদের সাথে আসন ভাগাভাগির বিষয়ে ১৭ তারিখের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তের কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।