গোলাম সৌরভ রিয়াদ
আজ জাতীয় ভ্যাট দিবস। “আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় দিবসটি উপলক্ষে কাষ্টমস, এক্সইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম এর উদ্যোগে নগরীর একটি তারকা হোটেল আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্টিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও কাস্টমস, এক্সইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. এস.এম. হুমায়ুন কবীর। কাষ্টমস, এক্সইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের কাষ্টমস, এক্সইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ওমর হাজ্জাজ সহ অন্যরা। এবছর কক্সবাজার জেলায় সেবা খাতে সায়মন বীচ রিসোট লি: সহ উৎপাদন ও ব্যবসা খাতে সর্বমোট পাচটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ মূসক প্রদানকারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
আজ জাতীয় ভ্যাট দিবস
Date:
Share post: