স্থানীয় প্রতিনিধি
মানুষের ভোটাধিকার আর পাতানো নির্বাচনের সমালোচনাকারিদের গ্রেফতার করে নির্যাতনের মাধমে ফ্যাসীবাদী সরকারের সঙ্গে আতাত করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাৎ হোসেন।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি পন্থী পেশাজীবীদের সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন ৭ জানুয়ারির নির্বাচনে যারা অংশ নিচ্ছে তারা সবাই সরকারের উচ্ছিষ্টভোগী। বিএনপি নেতাকর্মীদের কারাগারে রেখে ২০১৪ ও ২০১৮ সালের মতোই জনগনকে বাইরে রেখে আরেকটা একতরফা নির্বাচন করতেই নির্বাচন কমিশনের মাধ্যমে আরেকটা প্রহসন করার প্রস্তুতি নিয়েছে সরকার। বিশ্বের সব গণতান্ত্রীক দেশের কাছেও সরকারের এই নাটক এখন স্পষ্ট। বাংলাদেশের মানুষ এবার আর সরকারের এই নাটক মঞ্চস্ত হতে দেবে না বলেও হুশিয়ারি জানান তিনি। মানববন্ধনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক জাহিদুল করিম কচি, সহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
৭ জানুয়ারির নির্বাচনে যারা অংশ নিচ্ছে তারা সবাই সরকারের উচ্ছিষ্টভোগী বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা.শাহাদাত
Date:
Share post: