সময় ডেস্ক
এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আল হাসানের নেতৃত্বে এরই মধ্যে দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেই সঙ্গে তিনজনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। মূলত এই দল নিয়েই বিশ্বকাপ খেলতে ভারত যাবে টাইগাররা। এমনটাই মিলছে আভাস।
এশিয়া কাপের স্কোয়াডে প্রত্যাশিতদের প্রায় সবাই জায়গা পেয়েছেন। ইনজুরি থেকে ফিট হয়ে উঠতে না পারায় এশিয়া কাপে যে তামিম ইকবাল খেলছেন না, তা নিশ্চিত হয়েছিল আগেই। সবকিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে দলে ফিরবেন তামিম। এশিয়া কাপের স্কোয়াডে থাকা ২০জন ও তামিমকে নিয়েই হবে ২১ জনের পুল। আর সেখান থেকেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। বিভিন্ন সময়ে এমনটাই জানিয়েছেন নির্বাচক থেকে শুরু করে বিসিবির কর্তাব্যক্তিরা।
তামিম যদি বিশ্বকাপের আগে ফিট হতে পারেন তবে অটোচয়েজ হিসেবেই বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন। সে ক্ষেত্রে এশিয়া কাপের স্কোয়াডে থাকা ১৭জনের মধ্যে বাদ পড়বেন তিনজন। ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ।
বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণার শেষ দিন ৫ সেপ্টেম্বর। সে হিসেবে এশিয়া কাপের গ্রুপ পর্ব চলাকালীন সময়েই দল ঘোষণা করতে হবে নির্বাচকদের। অবশ্য দল চাওয়া হলেও খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রাখছে আয়োজক ভারত। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্কোয়াডে ইচ্ছামতো খেলোয়াড় পরিবর্তন করা যাবে। এরপর খেলোয়াড় পরিবর্তন করতে হলে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে পরিবর্তন করা যাবে। তবে সে ক্ষেত্রে ইনজুরি বা শৃঙ্খলাজনিত কারণেই শুধু খেলোয়াড় পরিবর্তনের সুযোগ পাওয়া যায়।