সময় ডেস্ক
বিএনপি মনে বড় জ্বালা, অন্তরে জ্বালা এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের সাংগঠনিক রিপোর্ট পেশকালে তিনি এসব কথা বলেন। সম্মেলন সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “জ্বালা হায়রে জ্বালা! অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকায় তরুণ প্রজন্মের মেট্রোরেল হয়েই গেল। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস; সারা বাংলাদেশ ঘুরে দেখুন। এতকিছু শেখ হাসিনা করে ফেলল, কিছুই পারলাম না। তাই ফখরুল সাহেবের জ্বালা, বড় অন্তর জ্বালা!”
সারা দেশে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের চিত্র তুলে ধরেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “আর কী দেবেন, একজন মানুষ আর কী দিবেন একটি জাতিকে? বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিচ্ছেন। আমাদের মুক্তির সংগ্রামের কাণ্ডারি আজ শেখ হাসিনা।”