রাজনৈতিক পদ থেকে সরে দাড়িয়েছেন ড. মাহাথির

Date:

Share post:

আন্তর্জাতি সময় ডেস্ক
মালয়েিয়ার দুই দশকের সাবেক প্রধান্ত্রী ড. মাহাথির মো্মদ তার রাজনৈতিক দল পেজুয়াংয়ের চেয়ারপারসনের পদ থেকে সরে দাড়িয়েছেন।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুবার (১৬ ডিসেম্বর) পেজুয়াং দলের এক নেতা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি দেশটির জাতীয় নির্বাচন হয়। সেখানে মাহাথির ও তার জোটের সবাই বিপুল ব্যবধানে পরাজিত হন। এরপরই পদ থেকে সরে দাড়ানোর নেন মাহাথির।

দলের ওই নেতার বরাতে জানানো হয়, আগামী ১৪ জায়ারি পেজুয়াং দলের বার্ষিক ারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মাহাথির মোহাম্মদ।

ড. মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়শিয়ার রূপকারও বলা হয়। ২০২০ সালে নতুন করে ‘পেজুয়াং’ দলটি প্রতিষ্ঠা করেন তিনি। সম্প্রতি দেশটির ১৫তম সাধারণ নির্বাচন হয়। এর আগে মালয়ভিত্তিক দল, এনজিও, শিক্ষাবিদ এবং পেশাদারদের নিয়ে গেরাকান তানাহ আয় (জিটিএ) জোট গঠন করেন। সেই জোটের চেয়ারম্যান হিসেবে মাহাথির এখনও বলবৎ আছেন।

জিটিএ জোট ১৫তম সাধারণ নির্বাচনে ১৫৮ জন প্রার্থী দেয়। এর মধ্যে ১১৬ জন সংসদীয় আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সবাই নির্বাচনে হেরে যান। সেই সঙ্গে মাহাথির মোহাম্মদ এবং তার ছেলে মুখরিজ মাহাথির যথাক্রমে লাংকাউই এবং জারলুনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশেরও কম ভোট পান। এরপরই তারা জামানত হারান।

৯৭ বছর বয়সী এই নেতা দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার শাসন করেন। কিন্তু এবার তিনি ব্যর্থ হন। দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোটের প্রার্থী এবারের নির্বাচেন জয়ী হয়েছেন।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত আমনোর দলের রাষ্ট্রপতি এবং বারিসান নাসিওনালের চেয়ারম্যান ছিলেন মাহাথির। ওই সময় তিনি প্রধানমন্ত্রীও ছিলেন। ২০১৬ সালে আমনো ছেড়ে পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (বারসাতু) প্রতিষ্ঠা করেন। ২০২০ সালে বারসাতু সভাপতি মুহিদ্দিন ইয়াসিন এবং বারিসান নাসিওনালের সঙ্গে জোট গঠনে দে নেতৃত্ব দেওয়ার পরে তিনি বারসাতু ছেড়ে দেন। পরে ওই বছর পেজুয়াং প্রতিষ্ঠা করেন এই নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে...

ঢাকাসহ ১৩ জেলায় বিকেলের মধ্যে বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৩ জেলার কিছু জায়গায় সোমবার (১৯ মে) বিকেলের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময়...

ভেঙে যাচ্ছে ট্রাম্প-নেতানিয়াহুর বন্ধন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার দূরত্ব ক্রমেই বাড়ছে। প্রথমদিকে ট্রাম্প ইসরায়েলকে...

বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামিল গ্রেফতার

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামিল আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে বিস্ফোরক...