রাজনৈতিক পদ থেকে সরে দাড়িয়েছেন ড. মাহাথির

Date:

Share post:

আন্তর্জাতিক সময় ডেস্ক
লয়েশিয়ার দুই দশকের সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাির হাম্মদ তার রাজনৈতিক দল পেজুয়াংয়ের চেয়ারপারসনের পদ থেকে সরে দাড়িয়েছেন।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৬ ডি্বর) পেজুয়াং দলের এক নেতা পদত্যাগের টি নিশ্চিত করেছেন। সম্ি দেশটির জাতীয় নির্বাচন হয়। সেখানে মাহাথির ও তার জোটের সবাই বিপুল ধানে পরাজিত হন। এরপরই পদ থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নেন মাহাথির।

দলের ওই নেতার ে জানানো হয়, আগামী ১৪ জানুয়ারি পেজুয়াং দলের বার্ষিক সাধারণ অনুষ্ঠিত হবে। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মাহাথির মোহাম্মদ।

ড. মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়শিয়ার রূপকারও বলা হয়। ২০২০ সালে নতুন করে ‘পেজুয়াং’ দলটি প্রতিষ্ঠা করেন তিনি। সম্প্রতি দেশটির ১৫তম সাধারণ নির্বাচন হয়। এর আগে মালয়ভিত্তিক দল, এনজিও, শিক্ষাবিদ এবং পেশাদারদের নিয়ে গেরাকান তানাহ আয় (জিটিএ) জোট গঠন করেন। সেই জোটের চেয়ারম্যান হিসেবে মাহাথির এখনও বলবৎ আছেন।

জিটিএ জোট ১৫তম সাধারণ নির্বাচনে ১৫৮ জন প্রার্থী দেয়। এর মধ্যে ১১৬ জন সংসদীয় আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সবাই নির্বাচনে হেরে যান। সেই মাহাথির মোহাম্মদ এবং তার ছেলে মুখরিজ মাহাথির যথাক্রমে লাংকাউই এবং জারলুনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশেরও কম ভোট পান। এরপরই তারা জামানত হারান।

৯৭ বছর বয়সী এই নেতা দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার শাসন করেন। কিন্তু এবার তিনি ব্যর্থ হন। দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোটের প্রার্থী এবারের নির্বাচেন জয়ী হয়েছেন।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত আমনোর দলের রাষ্ট্রপতি এবং বারিসান নাসিওনালের চেয়ারম্যান ছিলেন মাহাথির। ওই সময় তিনি প্রধানমন্ত্রীও ছিলেন। ২০১৬ সালে আমনো ছেড়ে পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (বারসাতু) প্রতিষ্ঠা করেন। ২০২০ সালে বারসাতু সভাপতি মুহিদ্দিন ইয়াসিন এবং বারিসান নাসিওনালের সঙ্গে জোট সরকার গঠনে দলকে নেতৃত্ব দেওয়ার পরে তিনি বারসাতু ছেড়ে দেন। পরে ওই বছর পেজুয়াং প্রতিষ্ঠা করেন এই নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ফেনীতে এসআই ক্লোজড

ফেনীর পরশুরামে অভিযোগকারীর কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরশুরাম মডেল থানার...

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি এক অভিযানে চাঁদাবাজি করার সময় তাকে হাতেনাতে...

‘মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি’ হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী

ভবিষ্যতে “জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে”...

কমান্ড পোস্টে ইউক্রেনের হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই)...