মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখতে হবে ‘রাষ্ট্রপতি’

0
89

নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, “ক্তিযুদ্ধের ল্য ও তনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে ও বেশি অবদান রাখতে হবে। দেশ ও জাতিকে ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিয়ে যাই আমরা, গড়ে তুলি ্গুর স্বপ্নের ‘সোনার বাংলা’ – মহান জয় দিবসে এটিই আমার প্রত্যাশা।”

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বলেন, “লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। দলগুলোকে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

রাষ্ট্রপতি বলেন, “স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এর মাধ্যমে আমরা পেয়েছি একটি সার্বৌম দেশ, স্বাধীন জাতিসত্তা, পবিত্র সংবিধান, নিজস্ব মানচিত্র ও লাল-সবুজ পতাকা। আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি।”

বিজয়ের আনন্দঘন এই দিনে দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here