চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফিকে দালাল বললেন পরীমনি

Date:

Share post:

সময় নিউজ
বাংলাদেশের িত্র নির্মাতাদের মধ্যে সফলতার তুঙ্গে আছেন রায়হান রাফি। তার পরিচালনায় নতুন ে সিনেমা হলমুখী হয়েছে বাংলাদেশের দর্শকরা। দর্শকদের হৃদয় জয় করা ‘পরাণ’ সিনেমার এই পরিচালকের ‘দামাল’ সিনেমাটি এখনও দেশব্যাপী অনেক সিনেমা হলে চলছে।
এবার এই খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতাকে াশ্যে ‘দালাল’ বললেন ই সিনেমার জনপ্রিয় নায়িকা । বুধবার (৯ নভেম্বর) রাত তিনটায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিলেন পোস্ট। সেখানে তিনি পরাণ এবং দামাল সিনেমার কলাকুশলীদেরকে দিলেন বিষাক্ত ছোবল।

সেই ফেসবুক পোস্টে তিনি প্রথম লাইনেই চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘রায়হান রাফি সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি’!

কি কারণে এই নির্মাতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেনে তা এখনও পরিস্কার না। তবে দামালের প্রমোশনে -মিমের হাতধরা নিয়ে হিংসায় এমন করতে পারেন বলে ভক্তরা মনে করছেন। ফেসবুক পোস্টেটির পরের লাইনেই হালের জনপ্রিয় ্রী মিমকে কটাক্ষ করেছেন। মিমকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল’।

একই পোস্টে নিজের স্বামী বর্তমানে ঢালিউডের অন্যকম সুপারস্টার শরিফুল ইসলাম রাজকে লক্ষ্য করেও তীর ছুড়েছেন। তিনি রাজকে উদ্দেশ্য করে লিখেছেন,‘ বলেছেন এটা এতর গড়াতে দেয়া উচিত হয়নি’।

সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাসটি শেষ করেন এ তারকা। তবে কী কারণে পরীমণি মাঝরাতে হঠাৎ এমন বাজ ফেললেন সে বিষয়ে কিছুই লিখেননি।

রাফী কী দালালি করলেন, মিমকে কেন স্বামী নিয়ে সন্তষ্ট থাকার উপদেশ দিলেন কোন বিষয়টা এতদূর গড়াতে দেওয়া রাজের উচিত হয়নি— সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানি তিনি।
তবে ধারণা করা হচ্ছে মিম ও রাজের বিবাহ বহির্ভূত সম্পর্কের ইঙ্গিত করেছেন তিনি। এর আগেও এমন সরব হয়েছেন তিনি। ‘দামাল’ সিনেমার প্রচারণায় মিম ও রাজ একে অন্যের হাত ধরে দাঁড়িয়েছিলেন। বিষয়টি তখনও মেনে নিতে পারেননি পরীমণি। সেসময়ও এ নিয়ে তিনি ইঙ্গিতে ফেসবুকে ক্ষোভ ঝেড়েছিলেন।

লিখেছিলেন, ‘কে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখিনি কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।’

এবার রাজ-মিম-রাফীকে সরাসরি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। তবে কি মিম-রাজের বিষয়টা আর হাত ধরাতে সীমাবদ্ধ নেই? ঘটনাটি কি অনেক দূর গড়িয়েছে। সেকারণেই দগ্ধ হচ্ছে পরীর হৃদয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...