প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হতে সাবেক অর্থমন্ত্রী রিশি সোনাক এগিয়ে

Date:

Share post:

নিউজ ডেস্ক 

প্রধানমন্ত্রী হিসেে লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হতে কনজারভেটিভ দলের নেতৃত্বের দৌড়ে এগিয়ে ছিলেন ব্রিটেনের সাবেক রিশি সুনাক। রিশি সুনাক তার দলের ১০০ জনেরও বেশি নপ্রণেতার প্রকাশ্য সমর্থন পেয়ে বাকি দুই প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন। বাকি দুই প্রার্থী হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বরিস ন এবং সাবেক কেবিনেট মন্ত্রী পেনি মরডন্ট।

তবে, সুনাক শনিবার গভীর রাতে জনসনের সাথে আলাপে বসেছেন – ব্রিটেনের গণমাধ্যমে এমন খবর আসার পর ব্যাপক িশ্চয়তা ছড়িয়ে পড়ে। একইসাথে এমন জল্পনা-কল্পনাও বাড়তে থাকে যে, ট্রাসের দ্রুত পতনের পর ক্ষমতাসীন দলকে ঐক্যবদ্ধ করতে এই দুই প্রার্থী এক সমঝোতায় পৌঁছতে পারেন।

সোমবারের মধ্যে প্রার্থীতা চূড়ান্ত করে এই ের মধ্যেই এক প্রধানমন্ত্রী নিযুক্ত করতে, কনজারভেটিভ দলটি তড়িঘড়ি করে নেতৃত্ব নির্ধারণে প্রতিযোগিতার আয়োজন করেছে। বিজয়ী হবেন এবছর ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী।

৪২ বছর বয়সী সুনাক রবিবার নিশ্চিত করেন যে তিনি নেতৃত্বের দৌড়ে ংশগ্রহণ করবেন। বিবিসি ও স্কাই নিউজের অনানুষ্ঠানিক গণনার তথ্যমতে, তার পক্ষে অন্তত ১২৪ জন কনজারভেটিভ আইনপ্রণেতার সমর্থন রয়েছে। প্রার্থীতা লাভের জন্য প্রয়োজনীয় ১০০ জনের মনোনয়নের চাইতে এটি অনেক বেশি।

মরডন্ট-এর পক্ষে ২৪ জন আইনপ্রণেতার প্রকাশ্য সমর্থন রয়েছে। অপরদিকে, জনসনের পক্ষে রয়েছে ৫০ জন। তবে, তিনি প্রতিযোগিতায় অংশ নিবেন কিনা, তা এখনও জানাননি। বাণিজ্যমন্ত্রী জেকব রিজ-মগ বিবিসি-কে রবিবার বলেন যে তিনি জনসনের সাথে আলাপ করেছেন এবং ডমিনিকান রিপাবলিকে তার কাশ থেকে শনিবার লন্ডনে ফিরে আসার পর জনসন “স্পষ্টতই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন”।

ট্রাসের স্থলাভিষিক্ত হবার প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেনের ৩৫৭ জন কনজারভেটিভ আইনপ্রণেতার মধ্যে ডজনকয়েক এখনও প্রকাশ্যে কারও প্রতি সমর্থন ঘোষণা করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...