সদ্য কেন্দ্রীয় ছাত্রলীগের ৫ নেতা বহিস্কার নিয়ে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেসবুকে স্ট্যাটাস’

Date:

Share post:

আলাউদ্দিন আহেদ চৌধুরী নাসিম ফেসবুক স্ট্যাটাসে যা লিখেন!
১৯৭৭ সালে SSC শ করার পর চট্ট্রাম কলেজ থেকে ছাত্র রাজনীতি প্রাতিষ্ঠানিকভাবে শুরু করি। যদিও শিশু কালথেকে অর্থাৎ ১৯৬৮- ১৯৬৯ সাল থেকেই মিছিলে যোগ দেয়া শুরু করেছি। ৭০ এর স্পষ্ঠ মনে আছে। অনেক কিছু দেখেছি, কাছ থেকে, দুর থেকে। যুদ্ধের স্মৃতিও অনেক উজ্জল। জাসদ, মিজান আওয়ামীলীগ, রাজ্জাক বাকশাল, গনফোরাম ইত্যাদির কার্যকলাপও দেখেছি মাঠে থেকে। জীবন বজীরেখে তারা সহ জিয়া- এরশাদ স্বৈরাের বিরুদ্ধে যুদ্ধ করেছি। শরীরে এখনো ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছি।৮১সালে আপা ফিরার পর থেকে কত বিরোধিতা দেখলাম।১/১১তে দেখলাম আপাকে নিশ্চিহ্ন করার প্রয়াশ। সব সময় সবাই বিরুদ্ধে গেলেও ছাত্রলীগ ছিল বিশ্বস্ত ভ্যান। ১৯৮১ এর পর কাদের ভাই সবসময় ছিলেন আপার পক্ষ থেকে ছাত্রলীগের অভিবাবক।আপার সমালোচনা করে, ১/১১র সময় আপার বিরুদ্ধে ১৬৪ ধারায় জবানবন্ধি দিয়ে, আপাকে রাজনীতি থেকে বিতারনের জন্য সংস্কার প্রস্তাব দিয়ে, ড: ইউনুস, ফেরদৌস আহমেদ কোরেশীর দলে যোগ দিয়ে আপাকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা করে, ড: কামাল গংয়ের দলে যোগ দিয়ে ১৯৯১ থেকে আপাকে ধংশ করার চেষ্টা করে, নেত্রীকে বাক্সবন্ধী করে বিদেশে export করার অভিপ্রায় ব্যাক্ত করে অনেকেই শুধু আজ আওয়ামীলীগই করছে না, বর্ত

মানে MP, Minister, Mayor হয়ে এবং দলের গুরুত্বপুর্ন পদে থেকে ভোগ বিলাশ করছেন।আর জামাত শিবির প্রশ্নে অর্থাৎ চট্টগ্রামের এক অখ্যাত রাজাকার কন্যার আওয়ামীলীগের অংগসংগঠনের কেন্দ্রীয় সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে আসার বিষয়ে ফেসবুকে শেয়ার করে ছাত্রলীগের ৫ জন নেতা বহিস্কার হয়েছে শুনে হ্রদয় বীদির্ণ হয়েছে। কিন্তু একই বিষয় শেয়ার করে রাজাকার কন্যা বহাল তবিয়তে আছে। স্বপদে, স্বদর্পে। আমি ব্যাথিত, আমি ক্ষুদ্ধ। আমি আওয়ামীলীগের একজন সাধারন ২ টাকার সদস্য। কোন পদে নাই। আমি তীব্র প্রতিবাদ করছি এ বহিস্কারাদেশের যদি এ বহিস্কার যদি হয় আমার জানামতে রাজাকার কন্যার বিষয়ে স্ট্যাটাস দেয়ার অপরাধে। আমাদের ছাত্ররাজনীতির অভিবাবক কাদের ভাইকে রোধ ক বিষয়টির প্রতি সদয় দৃষ্টি দিতে। আর এই প্রতিবাদের জন্য আমাকে ২টাকার সদস্যপদ থেকেও যদি বহিস্কার করা হয় আপত্তি নাই। বংগবন্ধুর এবং নেত্রীর কর্মী হিসাবে দায়িত্ব করতে কোন পদ পদবীর দরকার হয় না। মুজিবভক্ত লক্ষ-কুটি মানুষ ১৯৭৫ এর পর থেকে কোন পদ পদবি ছাড়াই যুদ্ধ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। আর ছাত্রলীগ সবসময় অন্যায়ের প্রতিবাদ করে যাবে এ বিশ্বাস আমার আজীবন থাকবে।জয় বাংলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন : জাতিসংঘ বিশেষজ্ঞ

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি...

ইরানে হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও জড়িত: রাশিয়ার রাষ্ট্রদূত

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। তাই তাদের...

ইউক্রেনে বড় ধরনের হামলা করল রাশিয়া

ইউক্রেনে বেশ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে আগ্রাসন শুরুর পর এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড়...

ইরানের ওপর আবারও আঘাত হানল যুক্তরাষ্ট্র!

টানা ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মূহুর্তে যুদ্ধবিরতি চলছে ইরান-ইসরায়েলের মধ্যে। এই সংঘাতের শেষ দিকে ইসরায়েলের পক্ষ...