‘এমআর নাইন’সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জেসিয়া ও আলিসা

Date:

Share post:

রাকিব উদ্দিন,বিশেষ প্রতিনিধি

‘মাসুদ রানা’ সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে ‘এমআর নাইন’ সিনেমা তৈরি হচ্ছে। হলিউড ও বলিউডের যৌথ প্রযোজনায় পরিচালনা করছেন প্রযোজক ও পরিচালক আসিফ আকবর। প্রায় এক মাস যুক্তরাষ্ট্রে শুটিং শেষে করে সম্প্রতি বাংলাদেশে এসেছে ‘এমআর নাইন’ ছবির দল। ২৩ জুন থেকে ঢাকার লোকেশনে বাংলাদেশের অংশের শুটিং শুরু হয়েছে ছবিটির। গল্পের বাংলাদেশ অংশে ছবির অন্যতম মূল দুটি চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন মিস বাংলাদেশ জেসিয়া ইসলাম ও মিস ইউনিভার্স বাংলাদেশ আলিসা ইসলাম। দুজনই ছবিতে বিসিআই গোয়েন্দা হিসেবে কাজ করছেন। গত শুক্রবার থেকে শুটিং করছেন তাঁরা।

জেসিয়া ইসলাম মিস বাংলাদেশ ২০১৭-এর চ্যাম্পিয়ন। ওই বছর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি নাটকে টুকটাক কাজ করেছেন জেসিয়া। সিনেমায় এবারই প্রথম। ছবিতে তাঁর চরিত্রের নাম রুপা। জানালেন, প্রায় এক বছর আগে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

 

জেসিয়া বলেন, শুটিং করছি। ভালো হচ্ছে কাজ। প্রায় এক বছর আগে থেকেই চরিত্রটির জন্য প্রস্তুত হয়েছে। দীর্ঘদিন ধরে ফাইট থেকে শুরু করে একজন গোয়েন্দা সদস্যের যে ধরনের কাজ করতে হয়, তার সবকিছুই অনুশীলন করেছি। ফলে সিনেমায় প্রথম হলেও কাজটি করতে সমস্যা হচ্ছে না।

জেসিয়া জানালেন, ছবির পরিচালক আসিফ আকবর হলিউডের পরিচালক ও প্রযোজক। এ কারণে কাজটি আরও সহজ হচ্ছে। বড় পর্দায় নবাগত এই অভিনেত্রী বলেন, দারুণ পেশাদার একজন পরিচালক আসিফ আকবর। এ জন্য কাজটি সহজ হচ্ছে, ভালোভাবে করতে পারছি। প্রথম সিনেমায় কাজ করতে এসে অনেকেই ভয় পান, সেই ব্যাপারটা নিজের মধ্যে একদমই কাজ করছে না।

অন্যদিকে আলিসা ইসলাম ২০১৯ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রথম রানারআপ। এর আগে ‘ভালোবাসার প্রজাপতি’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। ‘এমআর নাইন’ ছবিতে আলিসা নবনীতা চরিত্রে অভিনয় করছেন। আলিসা বলেন, মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ এর নবনীতা চরিত্রটি বেশ জনপ্রিয়। যাঁরা পড়েছেন, তাঁদের সবার জানা চরিত্রটি। সেই চরিত্র আমি করার সুযোগ পেয়েছি। নিজের কাছে খুব ভালো লাগছে। প্রায় সাত–আট মাস ধরে ট্রেনিং করতে হয়েছে। ফাইট, দৌড়ানো, জাম্প দেওয়াসহ নানা ধরনের ট্রেনিং করতে হয়েছে। ট্রেনিংয়ের সময় বেশ কয়েকবার ব্যথাও পেয়েছিলাম।

থ্রিলার অ্যাকশন ঘরানার ছবিটির ঢালিউড থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের আল ব্রাভো এন্টারটেইনমেন্ট। ছবিটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই শুটিং হচ্ছে।

‘এমআর নাইন’-এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। বাংলাদেশ থেকে আরও অভিনয় করছেন এ বি এম সুমন, আনিসুর রহমান, সাজ্জাদ হোসেন, শহীদুল আলম প্রমুখ। হলিউড থেকে মাইকেল জাই হোয়াইট, ফ্রেঙ্গগ্রিলো, লুইস ট্যান্ট, নিকো ফোস্টার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...