চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ ও জালিয়াত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

Date:

Share post:

রাজধানীর িরপুরসহ মতিঝিল এলাায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা,অর্থ সাৎ ও জালিয়াত চক্রের চার সদস্যকে ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব জানায়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষদের হয়রানি ও কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছিল চক্রটি। পাঁচ বছর ধরে এই চক্রটি ৫০ জন চাকরিপ্রার্থী ও অভিভাবকদের কাছ থেকে এভাবে প্রতারণা করে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

মঙ্গলবার (৩১ মে) র‍্যাব-৩-এর একটি দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন মো. হেলাল উদ্দিন (৫১), মো. মফিজুল ইসলাম ওরফে লেবু (৪৭), মো. খন্দকার মারুফ (৩৭) ও মো. আব্দুল কাদের ওরফে রাজু (২৯)।

এ সময় বিভিন্ন সংস্থার গুরুত্ব্ণ সিলমোহর ২৪টি, ভুয়া নিয়োগপত্র ১১ পাতা, নিয়োগসংক্রান্ত চুক্তিপত্র ৩ পাতা, মোবাইল ফোন ৮টি এবং নগদ ২১ হাজার ৫০০ টাকা করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার মো. হেলাল উদ্দিন প্রতারণা ও জালিয়াত চক্রের মূল হোতা। তিনি বিভিন্ন লোকের কাছে ্মদপুর থানার ওসি, কোথাও থানার এসআই হিসেবে নিজের পরিচয় দিয়ে আসছেন। তিনি ভুক্তভোগীদের কথার জালে ফাঁসিয়ে, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। জালিয়াত চক্রের প্রধান হিসেবে তিনি বিভিন্ন লোকের কাছ প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। যা পরে প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের মধ্যে ভাগাভাগি করে নিতেন।

বুধবার (১ জুন) দুপুর ১২টায় র টিকাটুলী র‍্যাব-৩ সদর ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

আরিফ মহিউদ্দিন জানান, গ্রেপ্তার মো. মফিজুল ইসলাম লেবু এবং মো. আব্দুল কাদের রাজু দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাকরিপ্রার্থী এবং তাদের অভিভাবকদের হেলাল উদ্দিনের কাছে নিয়ে আসতেন। হেলাল উদ্দিন বস সেজে ভুক্তভোগীদের ইন্টারভিউ নিতেন। পরে উবারের একটি গাড়ি ভাড়া করে, যা নিজের গাড়ি বলে দাবি করে সরকারি বিভিন্ন অফিসে সামনে নিয়ে গাড়ি থেকে নেমে অফিসের ভেতরে প্রবেশ ও বের হতেন। এ কৌশলে তিনি চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের আস্থা অর্জন করতেন। এরপর বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ সিলমোহর ও ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া স্বাক্ষর সংবলিত বিভিন্ন অফিস আদেশ এবং ভুয়া নিয়োগপত্র খামে বন্দি করে ভুক্তভোগীদের হাতে ধরিয়ে দিতেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ফেনীতে এসআই ক্লোজড

ফেনীর পরশুরামে অভিযোগকারীর কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরশুরাম মডেল থানার...

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি এক অভিযানে চাঁদাবাজি করার সময় তাকে হাতেনাতে...

‘মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি’ হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী

ভবিষ্যতে “জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে”...

কমান্ড পোস্টে ইউক্রেনের হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই)...