আম নিয়ে চলবে দুই ট্রেন

Date:

Share post:

ডেস্ক নিউজ: আম পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত আবার ঢাকা থেকে রাজশাহী হয়ে রহনপুর পর্যন্ত দুই ট্রিপে ট্রেনটি চলাচল করবে।

এই স্পেশাল ট্রেনটি চালু হবে আগামী ২২ থেকে ২৫ মে তারিখের মধ্যে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, প্রতি বছরের মতো এবারও কম খরচে ঢাকায় আম পরিবহণের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হবে। কয়েকদিনের মধ্যে একটা সভা করে চাষিদের চাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের সময় নির্ধারণ করা হবে। রাজশাহীতে গুটি জাতের আম উঠলেও ঢাকায় এ জাতের আমের তেমন চাহিদা নেই।

চলতি মাসের ২০ তারিখের পর গোপালভোগসহ মিষ্টি জাতের আম পাড়া শুরু হলে তখন ম্যাংগো ট্রেন চালু হবে। আবার রাজশাহীর দুই সপ্তাহ পর চাঁপাইনবাবগঞ্জের আম ওঠে। এ কারণে চলতি মাসের শেষদিকেই ট্রেন দুটি চালু হতে পারে।

এদিকে রেল সূত্র জানায়, রাজশাহী থেকে ট্রেনে প্রতি কেজি আমের ভাড়া দিতে হবে ১ টাকা ১৭ পয়সা। আর কেজি প্রতি শ্রমিক খরচ হবে ১০ পয়সা। চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর থেকে ঢাকায় কেজি প্রতি ট্রেন ভাড়া হবে ১ টাকা ৩০ পয়সা। গত বছরও এই ভাড়া ছিল এবং ২৫ মে থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছিল। এ বছরও একই দিনে ট্রেনটি চলাচল শুরু করার সম্ভাবনা বেশি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা জানান, প্রতিটি ম্যাংগো স্পেশাল ট্রেনে মোট ৫টি ওয়াগন থাকবে। প্রতিটি ওয়াগনের ধারণ ও বহনক্ষমতা ৪৩ মেট্রিক টন হলেও আম বহন করা হবে ৩০ মেট্রিক টন করে। কাঁচা ও পাকা আম যাতে গরমে নষ্ট না হয়ে যায় সেজন্যই ধারণ ক্ষমতার চেয়ে কম আম বহন করা হবে। এ ট্রেনে শাকসবজিও ঢাকায় পাঠাতে পারবেন ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...