ডেস্ক নিউজ: আগামী ২৮ তারিখ ঢাকা আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী শিল্পা শেঠী। রাজধানীর শেরাটন হোটেলে বসছে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২২’র আসরে যোগ দিতে আসছেন তিনি।
এক ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশি গণমাধ্যমের কাছে শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সেই সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন মিররের প্রধান শাহ জাহান ভূঁইয়া। তিনি বলেন, হ্যাঁ তিনি ঢাকায় আসছেন। বিষয়টি তিনি আমাদের নিশ্চিত করে একটি ভিডিও বার্তা দিয়েছেন।
তিনি আরও বলেন, একটি পাঁচ তারকা হোটেলে ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হয়ে হাজির হবেন শিল্পা শেঠি। অনুষ্ঠানে সেরাদের হাতে তুলে দেবেন অ্যাওয়ার্ড।