ডেস্ক নিউজ: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার এলাকা থেকে জামায়াত-শিবিরের ৪৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ মে) রাতে আল বয়ান নামে একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি জানান, ভাতের হোটেলে সংঘবদ্ধ হয়ে বৈঠকের সময় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৪৯ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’
এদের মধ্য কতজন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত, কে, কোন পদে আছে- এসব যাচাইবাছাই করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।