ডেস্ক নিউজ:সৌদি আরবে এর আগেও বেশ কয়েকবার এসেছিলেন লিওনেল মেসি। তবে এবারের আসাটা অন্য কারণে। পরিবার ও বন্ধুদের সঙ্গে লোহিত সাগরের সৌন্দর্য উপভোগ করেছেন। একই সঙ্গে সৌদি আরব পর্যটনের আনুষ্ঠানিক দূত হিসেবেও যাত্রা শুরু করেছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
গতকাল (১০ মে) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। সেটিতে দেখা গেছে, শেষ বিকেলে ইয়র্ডে বসে লোহিত সাগরে সূর্যাস্ত উপভোগ করছেন মেসি। সঙ্গী তার জাতীয় দল ও পিএসজি সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস ও এক বন্ধু পরে মেসি নিজেই ইনস্টাগ্রামে একটি স্পন্সরড পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, সৌদির লোহিত সাগর উপভোগ করছি।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ গত ফেব্রুয়ারিতেই জানিয়েছিল, সৌদি পর্যটন বোর্ডের তরফ থেকে মেসিকে দূত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সে সময় সৌদি রাজতন্ত্রের শাসনে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হওয়া অনেকেই মানবাধিকার সংস্থা গ্র্যান্ট লিবার্টির মাধ্যমে মেসির কাছে পাঠানো চিঠিতে তাকে এসব বিষয়ে জড়াতে নিষেধ করেছিলেন।