ডেস্ক নিউজ: ১৫ দিনের ব্যক্তিগত সফরে মালয়েশিয়া যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তাঁর অবর্তমানে চসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন নগরীর বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মো. গিয়াস উদ্দিন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মালয়েশিয়া সফরের উদ্দেশ্যে মঙ্গলবার (১০ মে) সকাল চট্টগ্রাম থেকে সড়ক পথে ঢাকায় রওয়ানা দেন। আগামী ২৪ এপ্রিল তিনি দেশে ফিরে আসার কথা রয়েছে।
এদিকে ভারপ্রাপ্ত মেয়রর দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন মো. গিয়াস উদ্দিন। এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক সংগঠনসহ ভারপ্রাপ্ত মেয়রকে অভিনন্দন জানান।