ডেস্ক নিউজ: সারাদেশে গত ২৪ ঘন্টায় আরও ৫২ জনের প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জনে।
এ ছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১.২৮ দশমিক শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন।