ডেস্ক নিউজ: ফের অভিনয়ে দেখা যাবে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে। এটি একটি ঈদ ধারাবাহিক নাটক। নাম ‘ ঈদ টুর্নামেন্ট।
জানা গেছে, টিপু আলম মিলনের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন সুবাতা রাহিক জারিফা। পরিচালনা করছেন তারিক মুহম্মদ হাসান। নাটকটি ঈদের সাত দিন বৈশাখী টিভিতে প্রচার হবে।
এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, তারিক ভাইয়ের পরিচালনাতেই প্রথমবার অভিনয় করেছিলাম। কিছুদিন আগেও আরেকটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। আবারো তারিক ভাই ঈদের নাটকে অভিনয়ের প্রস্তাব দেন। বেশ ভালোই লাগছে এ নাটকে অভিনয় করতে। সময় এবং ভালো গল্পের সমন্বয় হলে অভিনয়ে আমার কোনো আপত্তি নেই। নাটকটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত।