ডেস্ক নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ৩০ মিনিটের একটি তথ্যচিত্র নির্মাণ করছে কলকাতার
পরিচালক গৌতম ঘোষ। নাম দেওয়া হয়েছে ‘কলকাতায় বঙ্গবন্ধু’।
এ তথ্যচিত্রটি প্রযোজনা করছে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ‘ এবং কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস।
এ প্রসঙ্গে বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘মুজিববর্ষেই তথ্যচিত্রটি করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। আশা করছি, জুনের মধ্যে এর নির্মাণ সম্পন্ন হবে।’
পরিচালক গৌতম ঘোষ জানান, প্রামাণ্য তথ্য আছে জেলে বসে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’তে। তার কলকাতায় থাকার সময়কার বিভিন্ন ঘটনা বারবার অতীতে গিয়ে তুলে ধরার চেষ্টা করা হবে এই তথ্যচিত্রে। বঙ্গবন্ধুর জীবনের এই পর্ব নিয়ে ভবিষ্যতে পূর্ণদৈর্ঘ্য ছবিও হতে পারে।
গত ৪ এপ্রিল কলকাতার মৌলানা আজাদ কলেজে শুরু হয়েছে ‘কলকাতায় বঙ্গবন্ধু’র শুটিং। এই কলেজেই পড়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কলকাতার যে জায়গাগুলো বঙ্গবন্ধুর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেগুলোর কথা উঠে আসবে গৌতম ঘোষের এই তথ্যচিত্রে।