ডেস্ক নিউজ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘উন্নয়নের কারিগর’ বলায় যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হাইকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান বুধবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই নেতাকে অব্যাহতি দেওয়ার কথা জানান। তবে উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডের ওই অব্যাহতিপত্রে শুধু সভাপতির সই রয়েছে।
জানা যায়, গত ২৫ মার্চ গণহত্যা দিবসে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে সাবেক দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এই সভায় চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হাই বক্তব্য দেওয়ার মাঝপথে বলেন, ‘দেশের উন্নয়নের কারিগর হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’ এ সময় পাশ থেকে ভুল ধরা হলে সরি বলেন তিনি। তারপর তিনি বলেন, ‘দেশের উন্নয়নের কারিগর দেশনেত্রী শেখ হাসিনা।’
আবদুল হাই যখন বক্তব্য দিচ্ছিলেন তখন মঞ্চে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সন্দীপ ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক তপন বিশ্বাস পবন প্রমুখ।
মুহূর্তের মধ্যে আবদুল হাইয়ের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর পদ হারান এ নেতা।