ডেস্ক নিউজ:সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় হেফাজত ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২০ মার্চ) সকাল বেলা ১১ টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো.মূসা আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় দোষী সাব্যস্থ করে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ৭ জন আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।
মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী,বাঁশখালী থানার বৈলছড়ি এলাকার মৃত কাজী আজিম আহমদ চৌধুরীর ছেলে। তিনি নগরীর খুলশী থানার লালখান বাজার আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বলে জানা যায়।