সারাদেশে ইলিশের দাম নির্ধারণে উদ্যোগ নিচ্ছে সরকার

Date:

Share post:

ইলিশের লাগামহীন দামের লাগাম টানতে এবার কেন্দ্রীয়ভাবে মূল্য নির্ারণে যাচ্ছে চাঁদপুর জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্তের পথে অগ্রসর হয়েছে ্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সম্মতি পাওয়ার পর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মৎস্য ও দ মন্ত্রণালয়ে ইলিশের দাম নির্ধারণের একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। সেটি মন্ত্রিপরিষদ বিভাগ হয়ে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হলে তিনি এতে সম্মতি দেন।’

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখা থেকে পাঠানো একটি অফিস আদেশে বলা হয়েছে, ইলিশের মূল্য নিয়ন্ত্রণে প্রস্তাবটি গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে া নিতে বলা হয়েছে এবং এর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।

প্রস্তাবে উল্লেখ করা হয়, চাঁদপুরে ধরা পড়া ইলিশের াদ ও সুনামের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ী ও আড়তদাররা নিজেদের ইচ্ছেমতো দাম নির্ধারণ করছেন। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ। শুধু চাঁদপুর নয়—বরিশাল, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, বরগুনা, ঝালকাঠিসহ দেশের ১০ থেকে ১২টি উপকূলীয় জেলা থেকে ইলিশ আহরণ করা হয়। অথচ এসব জায়গায় উৎপাদনের কোনো সরাসরি খরচ না থাকলেও সিন্ডিকেটের কারণে বাজারে ইলিশের দাম অস্বাভাবিক হারে বাড়ছে।

প্রস্তাবে আরও বলা হয়, যেহেতু ইলিশ একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন মাছ এবং এর উৎপাদনে মূলত আহরণ ও পরিবহন ব্যয়ই জড়িত, তাই দেশব্যাপী একটি যৌক্তিক দাম নির্ধারণ করা হলে ভোক্তারা সায়ী মূল্যে ইলিশ কিনতে পারবেন এবং বাজারেও স্থিতিশীলতা আসবে।

জেলা প্রশাসক মোহসীন উদ্দিন বলেন, ‘আমরা চাঁদপুরে অংশীজনদের নিয়ে আলোচনা করে ইলিশের দাম নির্ধারণ করতে চেয়েছিলাম। তবে ইলিশ তো কেবল চাঁদপুরেই নয়, দেশের বিভিন্ন জেলায় ধরা পড়ে এবং বিক্রি হয়। তাই মূল্য নির্ধারণের প্রয়োজন ছিল। সেই উদ্দেশ্যেই আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম।’

তিনি জানান, দাম নির্ধারণের বিষয়টি এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রস্তাব চূড়ান্তভাবে তারা গ্রহণ করলে শিগগিরই সারাদেশে ইলিশের নির্ধারিত মূল্য কার্যকর ে পারে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইলিশ বাজারে নৈরাজ্য কমবে এবং ভোক্তারা স্বস্তিতে মাছ কিনতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বাড়ি ছাড়লেন মুরাদনগরের নির্যাতিত সেই নারী

কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ ও নির্যাতনের শিকার সেই নারী বাড়ি ছেড়েছেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তার বাড়িতে তালা...

আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্রে প্রধান আসামি চিন্ময়

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামি করে...

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় মৃদুল হাসান নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই)...

আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি, আজীবন সৌদিতেই থাকতে চাই : রোনালদো

বিভিন্ন সময় গুঞ্জন উঠেছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ বা লাতিন আমেরিকার কোনো ক্লাবে পাড়ি জমাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সব...