বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার জন্য একটি পক্ষ “সুচতুর কৌশলে” সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, “যা করার দরকার, তারা তা-ই করবে—এমনকি যদি দেশ বিক্রি করে দিতে হয়।”
মঙ্গলবার (১ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া, যার ভিডিও বক্তব্যও অনুষ্ঠানে প্রচার করা হয়।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে না দেখে রাজনৈতিক প্রতিযোগী হিসেবে দেখা উচিত। আমরা বলি না, যেকোনো মূল্যে ক্ষমতায় যাবো। আমরা শুধু জনগণের ভোটাধিকার ও অধিকার ফিরিয়ে দিতে চাই। সেই লক্ষ্যে বিএনপি গত ১৭-১৮ বছর ধরে আন্দোলন করে যাচ্ছে—অনেকে শহীদ হয়েছেন, অনেকেই জেল-জুলুমের শিকার হয়েছেন।’
আলোচনায় তিনি রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। বলেন, যদি এটা না হয়, তাহলে নির্বাচন হবে না—এমন বক্তব্যগুলো ঐক্যকে ধ্বংস করে। জাতিকে বিভক্ত রেখে উন্নয়ন সম্ভব নয়। ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থে ঐক্যকে ব্যবহার করলে দেশ এগোবে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত গণতান্ত্রিক অভিযাত্রায় সবাইকে সঙ্গে নিয়ে পথ চলা।’
সভায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে জুলাই শহীদদের পরিবারের সদস্যরা, গুম-খুনের শিকার মানুষের স্বজনেরা এবং বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রমুখ সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।