ডেস্ক নিউজ: সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে (রবিবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বেঞ্চের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এই দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যতালিকায় আসা মামলার শুনানি হবে আগামীকাল সোমবার।
এর আগে, শনিবার সকাল ১১টা ৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সাহাবুদ্দীন আহমদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।