ডেস্ক নিউজ: কক্সবাজারের জেলেদের জালে ধরা পড়লো ২১০ কেজি ওজনের কৈ কোরাল মাছ।
রবিবার (২০ ফেব্রয়ারী) দুপুরে মাছটি কাজীর দেউড়ি বাজারে আনা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিশাল আকৃতির মাছটি এক নজড় দেখার জন্য বাজারে ভিড় করছে ক্রেতারা। অনেকে মাছটি কেজি দরে কেনার আগ্রহ প্রকাশ করলেও আজ তা বিক্রি হবে না জানালেন ব্যবসায়িরা।
মাছ ব্যবসায়ী মো. আনোয়ার জানিয়েছেন,আজ নয় আগামীকাল সকাল থেকে মাছটি কেটে কেজি ১২শ টাকা দরে বিক্রি করা হবে। ইতিমধ্যে মাছটির একশ কেজির মত অগ্রিম বিক্রি হয়ে গেছে।
তিনি জানান, কক্সবাজারের জেলেদের জালে এই কৈ কোরাল মাছটি গতকাল দুপুরে ধরা পড়ে। তারা কক্সবাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।