ডেস্ক নিউজ: এখন আলোচনা – সমালোচনার তুঙ্গে বাংলাদেশ শিল্পী সমিতি। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে শিল্পী সমিতিতে সদ্য নির্বাচিত কার্যকরী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রোজিনা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রোজিনা নিজে।
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া আমার সম্ভব হবে না।
এ জন্য পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠাই।