ডেস্ক নিউজ: আইপিএলের প্রথম দিন থাকলো অবিক্রিত সাকিব আল হাসান।
দুই কোটি ভিত্তি মূল্যের সাকিবকে নিলামে তোলা হলে কোনও ফ্রাঞ্চাইজি দর হাঁকেনি প্রথম দিন। ফলে এদিন অবিক্রিত থাকেন বাংলাদেশের তারকা এই ক্রিকেটার। তবে দ্বিতীয় দিন আবার তাকে নিলামে তোলা হবে।
এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি।