ডেস্ক নিউজ: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শপথ নিয়েছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তারসহ নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে খোলা প্রাঙ্গণে শপথ নেন তারা।
এ চিত্রনায়ক সাকিব লিখেছেন, “আশা করি, নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাকি সবাই মিলে শিল্পী ও চলচ্চিত্রের শিল্পের স্বার্থে সঠিকভাবে কাজ করবেন।” সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণের গলায় মালা পরিয়ে দেন শিল্পী সমিতির সদস্যরা। তারা চেয়ারে বসে আছেন এমন একটি ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। ছবিটি পোস্ট করে চলচ্চিত্র শিল্পীদের নতুন কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।
শাকিবের পোস্টটি শেয়ার করেছেন নিপুণ। এটি শেয়ার করে নায়িকা লেখেন, ‘ধন্যবাদ সাবেক সভাপতি’।