ডেস্ক নিউজ: সংঘর্ষের ঘটনায় সাতকানিয়া দুটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে ২ নম্বর খাগরিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, কেন্দ্র দখল নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আমরা সাময়িকভাবে নির্বাচন স্থগিত করেছিলাম। তবে আজকে এ দুটি কেন্দ্রে আর ভোটগ্রহণের কোনো সুযোগ নেই। এ দুটি কেন্দ্রের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগরিয়া ইউনিয়ন পরিষদের কেন্দ্রে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের মধ্যে সংর্ঘের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থান নেয়।