ডেস্ক নিউজ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বসানো চেকপোস্টে মাইক্রোবাস চাপায় কর্তব্যরত মো. রাব্বী ভূইয়া (২৭) নামে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরাফাত হোসেন নামে আরেকজন সহকর্মী।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে দোহাজারী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বী ভূইয়া নরসিংদী জেলার পলাশ থানার মালিথা চরসিন্দু এলাকার মোজাম্মেল হকের ছেলে।
নিহত ও আহত দুইজনই দোহাজারী হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
দোহাজারী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, থানার সামনে চেকপোস্ট বসায় হাইওয়ে থানা পুলিশ।
কক্সবাজার হতে চট্টগ্রামগামী সাদা রংয়ের মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৫২২৫) চেকপোস্ট দেখে গাড়ির গতি কমিয়ে দেয়। কিন্তু চেকপোস্টের সামনে এসে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর সময় চেকপোস্টে থাকা মো. রাব্বী ভূইয়াকে চাপা দেয়।
মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। কনস্টেবল মো. আরাফাত হোসেন মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। তিনি দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মাইক্রোবাস চাপায় পুলিশের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছে। মাইক্রোবাসটি দোহাজারী পৌরসভা এলাকায় রাস্তায় ওপর রেখে অজ্ঞাত চালক পালিয়ে গেছে। মাইক্রোবাস জব্দ করে দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে। মরদেহও হাইওয়ে থানায় রয়েছে।