চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে নৌকায় থাকা ১৬ বরযাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ৬ জন।
বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে পাকা নারায়ণপুরের আলিমনগর ঘাটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব আল রাব্বি জানান, লাশগুলো উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
পাকা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন থেকে শিবগঞ্জের পাকা ইউনিয়নে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরসহ প্রায় ২০ জন। পদ্মা নদী পার হওয়ার সময় মাঝনদীতেই এ ঘটনা ঘটে।
এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, তিনি ঘটনাস্থলে পরিদর্শন করার জন্য রওনা হয়েছেন।