বলিউডের জনপ্রিয় গায়ক হানি সিং। যদিও নিজের নানা বিতর্কিত কর্মকাণ্ডের জেরে ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে তার। এখন আর আগের মতো সিনেমায় গান গাইতে দেখা যায় না তাকে। বলা যায়, হানির বলিউড ক্যারিয়ার ফিকে হয়ে গেছে অনেকটাই।
এবার হানি সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী শালিনী তলওয়ার। দিল্লির আদালতে এ নিয়ে হানি সিংয়ের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার
মামলায় শালিনীর অভিযোগ, বাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌন অত্যাচারও চালাতেন হানি সিং। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে অভিযোগ দায়েরের পর রাতে মামলাটি রেকর্ড করেন আদালত।
হানি সিংয়ের স্ত্রীর পক্ষে আদালতে উপস্থিত হয়েছিলেন আইনজীবী সন্দীপ কাপুর, অপূর্ব পাণ্ডে এবং জিজি কাশ্যপ।
মামলা রেকর্ড করে হানি সিংকে একটি নোটিশ পাঠিয়েছেন আদালত। আগামী ২৮ আগস্টের মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি যেসব সম্পত্তি হানি সিং ও তার স্ত্রীর নামে রয়েছে, তা আপাতত বিক্রি করতে পারবেন না এ গায়ক।