ডেস্ক নিউজ: হালদার নদীর সঙ্গে যুক্ত চানখালী খালের পাশ থেকে একটি মৃত ডলফিনের মরদেহ উদ্ধার করেছে প্রশাসন।
মঙ্গলবার (৬জুলাই) দুপুর সাড়ে ১২ টায় হাটহাজারী উপজেলার গুমনদণ্ডী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চানখালী বিজের গোড়া থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা ধারণা করছেন, বৃষ্টির সাথে জোয়ারের পানির স্রোতে ভেসে মৃত ডলফিনটি বিজ্রের সাথে আটকে পড়ে।
হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন চট্টলার খবরকে বলেন, স্থানীয়দের খবর পেয়ে মৃত ডলফিনটিকে উদ্ধার করা হয়। এরপর হালদা গবেষকদের বিষয়টি জানানো হয়। তাদের পরামর্শে ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়েছে। উদ্ধারের সময় এটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
উল্লেখ্য, চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলা দিয়ে প্রবাহিত হালদা নদীর ১৭ টি খালের মধ্যে চানখালী একটি। দখল আর দূষণের মুখে প্রায় সময় এ নদীতে ডলফিনের মৃতদেহ পাওয়া যায়। এমনকি গবেষকদের তালিকায় এটিকে বিপন্ন তালিকায় রাখা হয়েছে।