ডেস্ক নিউজ: সারাদেশে গত ২৪ ঘন্টায় আরও ১১৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্তের হার ৩১ দশমিক ৪৬। মৃত্যু হয়েছে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ১৬৪ জন।
এ নিয়ে টানা দশম দিনের মতো দেশে একদিনে করোনায় আক্রান্ত শতাধিক ব্যক্তি মারা গেলেন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ১৫ হাজার ৩৯২ জন। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৮৯ শতাংশ।
মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় যারা করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৯৮ জন, নারী ৬৫ জন। তাদের মধ্যে পাঁচ জন বাসায় ও ১৫৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি তিন জনকে হাসপাতালে নেওয়ার পর মৃত পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এরপরই আছে ঢাকা বিভাগ, এখানে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চট্টগ্রাম ও রাজশাহীতে ২৪ জন করে, রংপুর ১১, বরিশালে ৬, ময়মনসিংহে ৫ এবং সিলেটে দুইজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৬শ ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা। এতে ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩১ দশমিক চার ছয়।
এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪শ’ ৩৩ জন। মোট সুস্থ ৮ লাখ ৪৪ হাজার ৫শ ১৫ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক তিন নয় শতাংশ।