ইয়াবাসহ চট্টগ্রামে এসআই গ্রেপ্তার

Date:

Share post:

ডেস্ক নিউজ: চট্ট্রাে ইয়াবাসহ ক এসআইকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই ‘ ‘এসআই’র নাম মাসুদ রানা। ইতোমধ্যে কারাগারে াঠানো হয়েছে তাকে।

কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২৮ জুন) বিকাল ৪টার দিকে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এসআই (প্রসিকিউ) আবছার উদ্দিন রুবেল বলেন, মামলার তদন্ত কর্মকর্তা র রিমান্ডের আবেদন করেনি। এজন্য আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

এর আগে রোববার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

র্যাব-৭ উপ-সহকারী পরিচা মনিরুজ্জামান এসআইয়ের বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। কর্ণফুলী থা ওসি দুলাল মাহমুদ বলেন, পটিয়া ক্রসিংয়ের ভেল্লাপাড়া সেতু পয়েন্টে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালায় র্যাব-৭-এর একটি দল। সে স তারা গাড়ির সিটের নিচ থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা জব্দ করে। গ্রেপ্তার করে এসআইকে। পরে রাতে র্যাব গাড়ি, ইয়াবাসহ অভিযুক্ত এসআইকে পুলিশে সোপর্দ করে।

কক্সবাজার পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, অভিযুক্ত এসআই কর্তব্যরত অবস্থায় ছিলেন। তিনি একটি মামলার তদন্তের নাম করে রোববার অফিস থেকে বের হন। আা অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদর দপ্তরে চিঠি পাঠিয়েছি।
মো. মাসুদ রানা কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এসআই হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

তিন দিনের সফরে ঢাকা আসবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক

তিন দিনের সফরে ঢাকা আসবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। সব ঠিকঠাক থাকলে আগামী ২৯ অক্টোবর ঢাকায় পা...

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮...

চতুর্থ বার সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ শনিবার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড....

কমনওয়েলথ সম্মেলনে যাবেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আগামী ২১-২৬ অক্টোবর দ্বীপরাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনে যাবেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ...