সারাদেশে করোনায় আরও ৮১ জনের মৃত্যু

Date:

Share post:

ডেস্ক নিউজ: করোনাভারাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্তিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে নতুন করে আর ৮১ জনের মৃত্যু হয়েছে গতকাল এই সংখ্যা ছিল ৮৫। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ৮৬৮ জন।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, যা গত ৭৩ দিনের মধ্যে সর্বোচ্চ। এর ে বুধবার (২৩ জুন) দেশে ৫ হাজার ৭২৭ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৩৯১ জনের পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ০৫৮ জন। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ৯৩ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যায় শনাক্তের হার ১৯.৯৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ৭৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫৫ জন এবং নারী ২৬ জন। তাদের মধ্যে ৭৬ জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। এছাড়া য় মারা গেছেন পাঁচজন।

এদের মধ্যে বিভাগে ১৩ জন, চট্টে ৭ জন, রাজশাহীতে ২০ জন, বরিশালে ৩ জন, খুলনায় ২৩ জন, ৫ জন, রংপুরে ৭ জন ও ময়মনসিংহে ৩ জনের মৃত্যু হয়।

বয়স বিবেচনায় দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী এই ৮৫ জনের মধ্যে ৩৬ জনের বয়স ৬০ বছরের বেশি, ১৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, নয় জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী নয়জন, ২১ থেকে ৩০ বছর বয়সী আটজন এবং ১১ থেকে ২০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

লাইসেন্স ফেরত চেয়ে পদক্ষেপ নিলো সিটিসেল

নিজস্ব প্রতিবেদক দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল ব্যবসায় ফিরতে বাতিল হওয়া লাইসেন্স ফেরত চেয়েছে। সিটিসেলের মালিক প্রতিষ্ঠান প্যাসিফিক...

সদ্য পদায়নকৃত জেলা প্রশাসকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যোগ না দেওয়ার নির্দেশ

সদ্য পদায়নকৃত জেলা প্রশাসকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা না করে ঢাকায় অবস্থান করার নির্দেশনা...

শেষবারের মতো বিতর্কের মঞ্চে মুখোমুখি হচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প

সময় নিউজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষবারের মতো বিতর্কের মঞ্চে মুখোমুখি হচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়...

জিএম কাদের ও শেরিফা কাদেরের নামে হত্যা মামলা

সময় নিউজ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা...