নিজস্ব প্রতিবেদক:করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহ কঠোর লকডাউনের থাকবে ফটিকছড়ি।
মঙ্গলবার (২২জুন) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৩জুন) থেকে শুরু হওয়া এক সপ্তাহের লকডাউন চলবে ৩০ জুন (বুধবার) পর্যন্ত।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টলার খবরকে বলেন, বুধবার (২২ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত সীমিত আকারে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমােআরও বৃদ্ধি করা যেতে পারে।
জানতে চাইলে ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. সায়েদুল আরেফিন চট্টলার খবরকে বলেন, এমন খবরটি আমি শুনেছি। তবে সিদ্ধান্তের কোনো চিঠি আমার কাছে আসেনি।