ডেস্ক নিউজ: পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ির অন্যতম প্রবেশদ্বার হাটহাজারী বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত সৃষ্ট তীব্র যানজট নিরসণে ফ্লাইওভারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১১ জুন) হাটহাজারী বাসস্ট্যান্ডে শুরু হওয়া এ গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম মন্জু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ইউনুস গণি চৌধুরী।
গণস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মিন্টু, কলিম উদ্দিন, পৌর সহায়ক কমিটির সদস্য ওসমান কবির রাসেল, চেতনা একাত্তর হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল বাপ্পি, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. হাসান, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহেদ, নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক ফারুক খাঁন, মো. জাফর আলম, সহ সভাপতি রহুল আমিন, প্রচার সম্পাদক মো.জসিম, সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জসিম, সাধারণ সম্পাদক মো. হারুন, লাইন নিয়ন্ত্রক আবদুর রহমান প্রমুখ।