ডেস্ক নিউজ: চট্টগ্রামের পাঁচলাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু । আজ সোমবার বিবিরহাট নাজির পাড়ার জাহাঙ্গীর সর্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. ফাহিম (২৭)। তিনি ওই এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া.
তিনি বলেন, বাড়ির পানির পাম্প চালু করতে গিয়ে মো. ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।