ডেস্ক নিউজ : লোহাগাড়া উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার (০১ জুন) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ফরেস্ট অফিসের সামনে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিদোয়ান (২৫) সাতকানিয়ার ঢেমশা এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে।
আহত দুজন হলেন মো. মহিউদ্দিন ও বেলাল হোসেন।
দোহাজারি হাইওয়ে থানার ওসি আব্দুর রব বলেন, পদুয়া ফরেস্ট অফিসের সামনে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রিদোয়ানের বাইককে ধাক্কা দেয় স্টার লাইন পরিবহনের একটি বাস। এতে চালকসহ দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় আশ শেফা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।
বাসটি আটক করা গেলেও ঘটনার পরপরই সটকে পড়েন চালক ও তার সহকারী।
নিহতের মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।